স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ! চিত্তাকর্ষক সেমিনার করল BCRAPC

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

স্বাস্থ্যক্ষেত্রে দিন দিন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ছে। আধুনিক হচ্ছে চিকিৎসা পদ্ধতি। আরও কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সফল ব্যবহার করা সম্ভব হয় তা নিয়ে চলছে আলোচনা।

——————————————-

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ ফেব্রুয়ারি ২০২৪: স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শীর্ষক চিত্তাকর্ষক সেমিনারের আয়োজন করল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের Dr. B. C. Roy Academy of Professional Courses (BCRAPC)। কলেজের Medical Lab Technology বিভাগের পক্ষ থেকে গত ৫ ফেব্রুয়ারি এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডঃ রাজীব রায়। মূল বক্তা ছিলেন NIT, Durgapur এর অধ্যাপক ডঃ নন্দদুলাল জানা, ওড়িশার বেরহামপুরের Indian Institute of Science Education and Research এর Computer & Data Science বিভাগের সহকারী অধ্যাপক ডঃ আনবিক পাল। ‘Data – Driven Health Care: The Power & Potential of AI’ বিষয়ে তাঁর কাজকর্ম নিয়ে বক্তব্য রাখেন ডঃ নন্দদুলাল জানা। অন্যদিকে, ডঃ আনবিক পাল ‘Machine Learning for Medical Image Analysis’ বিষয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। BMLT বিভাগের প্রধান অধ্যাপক সোহিনী গঙ্গোপাধ্যায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!