![বিজেপি বিক্ষোভ](https://i0.wp.com/durgapur24x7.com/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-18-at-17.35.11.jpeg?fit=1024%2C558&ssl=1)
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ মার্চ ২০২৪: নিয়োগের দাবি ঘিরে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নামো সগড়ভাঙার বেসরকারি গ্রাফাইট কারখানা। স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে কারখানার সামনে তুমুল বিক্ষোভ বিজেপির। গেট ঠেলে কারখানার ভেতর ঢুকতে গেলে শুরু হয় ব্যপক উত্তেজনা। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
বহিরাগতদের কাজে নিয়োগের প্রতিবাদ এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে সোমবার বিকেলে সগড়ভাঙা সংলগ্ন বেসরকারি কলেজের সামনে থেকে নামো সগরভাঙার এই বেসরকারি কারখানা পর্যন্ত মিছিল করে বিজেপি। মিছিলে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। উপস্থিত ছিলেন বর্ধমান সদর সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তাঁ, সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, সম্পাদক অভিজিৎ দত্ত প্রমুখ। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক এই বিক্ষোভে যোগ দেন।বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই অভিযোগ তোলেন, তৃণমূলের সঙ্গে গোপন আঁতাত করেছেন কারখানা কর্তৃপক্ষ। টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দেওয়া হচ্ছে। স্থানীয় বেকার যুবক-যুবতীরা কাজের দাবি করলে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয়দের আধার ও ভোটার কার্ড দেখলেই সরাসরি কাজ নেই বলা হচ্ছে। যতক্ষণ স্থানীয় বেকার যুবক-যুবতীদের কাজ দেওয়া না হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে।”
সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার দাবি করেছিলেন, ওই কারখানায় এখন নতুন করে নিয়োগ হচ্ছে না। সেই জন্যই সমস্যা তৈরি হচ্ছে। তবে স্থানীয়রা যাতে কাজ পায় সে বিষয়ে তৎপর রয়েছে আইএনটিটিইউসি নেতৃত্ব, এমন দাবিও করেছিলেন মন্ত্রী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।