দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ এপ্রিল ২০২৪: ভয়াবহ দূষণে আক্রান্ত শিল্পাঞ্চল। সন্ধ্যে নামলেই কালো ধোঁয়ায় ঢাকছে শহর থেকে গ্রাম। বাড়ছে শ্বাসকষ্ট, চর্মরোগ আর চোখের সমস্যা। নষ্ট হচ্ছে পুকুরের জল থেকে চাষের জমি। দূষণের ভয়ে তীব্র গরমেও বাড়ির বাইরে বেরোতে পারছেন না অনেকে। বেরোলে নাক, মুখে কাপড় বেঁধে বেরোতে হচ্ছে। বাড়ির উঠোনে খালি পায়ে হাঁটা দায়। দিনের পর দিন দূষণ বেড়েই চলেছে। অভিযোগ, কোনও ব্যবস্থা নিচ্ছে না দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় সিটু। পর্ষদের ইঞ্জিনিয়ারের হাতে স্মারকলিপি তুলে দিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। সিটুর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার পর্ষদের আধিকারিককে সাফ জানান, হয় দূষণ নিয়ন্ত্রণে আনুন। না হয় কারখানা বন্ধ করুন। তাঁর অভিযোগ, কারখানার আধিকারিকদের সঙ্গে আর্থিক লেনদেন চলছে। তাই নিয়ন্ত্রণে আসছে না দূষণ। পর্ষদের ইঞ্জিনিয়ার অরূপ দে জানান, সমস্ত রকম ভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার থেকে বিশেষভাবে নজরদারি চালানো হবে এবং কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)