দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ এপ্রিল ২০২৪: দুর্গাপুর-ফরিদপুর ব্লকের আরতি গ্রামে ঈদ মিলন উৎসবে যোগ দিলেন জেলার হেভিওয়েট নেতারা। অনুষ্ঠানে যোগ দিয়ে সেরে নিলেন ভোটের প্রচারও। যদিও দেখা যায়নি এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে। যা নিয়ে কিছুটা উষ্মা রয়েছে তৃণমূল কর্মীদের মধ্যে। তাঁর চাইছেন, বিজেপি প্রার্থী দিয়ে দিয়েছে। এবার জোরদার প্রচারে নামুন বলি তারকা।
এদিন সন্ধ্যায় আরতি গ্রামে ঈদ মিলন উৎসব পালিত হল মহাসমারোহে। উপস্থিত ছিলেন আইন, বিচারবিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি, বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদও। এছাড়াও ছিলেন তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। তবে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে এদিন দেখা যায়নি।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ভোটের মাত্র চার সপ্তাহ বাকি। আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জাহানারা খান ভোটের প্রচার শুরু জোর কদমে। বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আহলু ওয়ালিয়া বৃহস্পতিবার বিকালে দিল্লি থেকে চলে এসেছেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ সময়ে সেভাবে দেখা মিলছে না আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার। এই বিষয়টি ভাবাচ্ছে দলীয় কর্মীদের। এদিনের অনুষ্ঠানে গ্রামবাসীদের লোকসভা নির্বাচনে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানানো হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)