সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ এপ্রিল ২০২৪: “ভিখারির পার্টি ভিখারি করে দিল পশ্চিমবঙ্গকে।” শনিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর থেকে তৃণমূলকে এভাবেই বেনজির আক্রমণ করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন দুপুরে দুর্গাপুরের বেনাচিতির গুরুদুয়ারাতে শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে প্রার্থনাসভায় যোগ দেন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন। দিলীপ ঘোষের এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল।
উত্তরবঙ্গের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেছেন, ‘১০০ দিনের কাজ ভাঁওতা ছিল। আমরা ১০০ দিনের টাকা দিয়েছি, কর্মশ্রী প্রকল্প শুরু করেছি।’ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “কান্নাকাটি করছেন কেন। আপনি তো বলেছিলেন আজীবন বিনামূল্যে রেশন দেবেন। দিয়েছেন? যেই একবার মোদি বললেন বন্ধ করব, সেই কান্নাকাটি। দিল্লিতে গিয়ে আপনার সাংসদরা গিয়ে বলছেন, বন্ধ করবেন না। না খেতে পেয়ে মরে যাব। ভিখারির পার্টি ভিখারি করে দিল পশ্চিমবঙ্গকে।”পয়লা বৈশাখ রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। এবিষয়ে দিলীপ বলেন, “কবে পয়লা বৈশাখ শুরু হয়েছে, কবে রাজ্য শুরু হয়েছে, তা নিয়ে কিছু তালমিল আছে কী! সব কাজই ওদের উল্টোপাল্টা। বাঙালি ওদের সাথে নেই সেজন্য। বিহার থেকে, গুজরাট থেকে ওদের প্রার্থী আনতে হচ্ছে। পহেলা বৈশাখের ইতিহাস কী পশ্চিমবঙ্গ নির্মাণের ইতিহাস কী, সেসবের সাথে কিছু নেই। কিছু একটা করে বলতে হবে, মা নেই বাপ নেই, চলে যাচ্ছে। এইভাবে বাঙালির সংস্কৃতিকে যারা বিকৃতি করতে চাইছেন বাংলার মানুষ তাদের মানবে না।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
চৈত্র সংক্রান্তির দিনেই বিজেপির চৈত্র সংক্রান্তি হয়ে যাবে বাংলা থেকে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে পাল্টা দিলীপ ঘোষ বলেন, পাগল হয়ে গেলে অনেক কিছু বলে। ওইসব আমরা গুরুত্ব দিই না। বাংলার মানুষই ওদেরকে এবার বিসর্জন দেবে। তৃণমূলের বক্তব্য, দিলীপ ঘোষের ঔদ্ধত্বের জবাব দুর্গাপুরের মানুষ লোকসভা নির্বাচনে তাঁকে দিয়ে দেবেন। এদিন বিকালে দিলীপ ঘোষ দুর্গাপুরের বিভিন্ন প্রাচীন গাজন উৎসবে অংশ নেবেন বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।