‘কী ছিঁড়বেন আপনি?’, মুখ্যমন্ত্রীকে তুলোধনা দিলীপ ঘোষের

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ এপ্রিল ২০২৪: কী তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে। সিবিআই, ইডি প্রতিদিনই ডেকে পাঠাচ্ছে। সপরিবারে যেতে হচ্ছে। কেন ভাই এইরকম জিনিস তৈরি করেছেন! প্রোডাকশন ডিফেক্ট হয়ে গিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুধবার সকালে শ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর থেকে একযোগে আক্রমণ করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

উত্তরবঙ্গে জনসভায় যোগ দেওয়ার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। জনসভায় বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন না থাকলে জিভ টেনে ছিঁড়ে নেওয়ার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ। সকালে দুর্গাপুরের সগড়ভাঙার একটি মাঠে প্রাতঃভ্রমনে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়ে দিলীপ বলেন, “কী ছিঁড়বেন আপনি? কিছুই ছিঁড়তে পারবেন না। জিভ ছিঁড়বেন, সেদিন আপনার চলে গিয়েছে। এবার মানুষ সব করবে। জুতো, লাঠি, ঝাঁটা দেখাচ্ছে না আপনাদের নেতাদের! মমতা ব্যানার্জিকে এটাও শেষ জীবনে দেখতে হবে। পাপীদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপমান সহ্য করতে হচ্ছে।”

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

এদিন দিলীপ ফের নির্বাচন কমিশনকে মেসো বলেন। তিনি বলেন, আমি মেসো বলেছিলাম বলে ওদের পেট খারাপ হয়ে গিয়েছিল। এখন ওরা পুতুল বলছে, সেটা ভালো লাগছে। কে কার পুতুল বোঝা যাবে। সকাল থেকে গালিগালাজ দেন রাজ্যপালকে, আর প্যাঁচে পড়লেই চাঁচা প্রাণ বাঁচা। এরা হচ্ছে শক্তের ভক্ত, নরমের যম। যে টাইট দেবে তার কাছে গড়াগড়ি দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলটাই বৃদ্ধাশ্রম হবে বলেও কটাক্ষ করেন। রামনবমীতে কি পুরনো ছন্দে অস্ত্র হাতে দেখা যাবে দিলীপ ঘোষকে, উত্তরে দিলীপ ঘোষ বলেন, “পুরনো নতুন কিছু নেই দিলীপ ঘোষ একই ছন্দে থাকে।”

তৃণমূল নেতৃত্ব দিলীপ ঘোষের বক্তব্যকে আমল দিতে চায়নি। তাঁদের বক্তব্য, দিলীপ ঘোষ বাজার গরম করার জন্য বরাবর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন। ওঁর দল, নির্বাচন কমিশন সতর্ক করার পরেও ওঁর কোনও পরিবর্তন হয় না। কারণ, এটাই ওঁর সংস্কৃতি। দলের এক নেতা বলেন, দিলীপ ঘোষকে নিয়ে আমাদের প্রার্থী কীর্তি আজাদ বলেই দিয়েছেন, উনি পাগল লোক একটা। তাই ওঁর বক্তব্যের কোনও মূল্য কারওর কাছেই নেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!