দুর্গাপুর, ১৭ এপ্রিল ২০২৪: নির্বাচনী প্রচার শেষে মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। দলীয় সূত্রে খবর, জ্বর এবং সর্দিতে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। অসুস্থতার জেরে রাম নবমীর দিন কর্মসূচির কাটছাঁট করেছেন তিনি। দলীয় বড় কর্মসূচিতে যাবেন না। দুপুরে পানাগড়ে হনুমান মন্দিরে, বিকালে ভিড়িঙ্গী কালীমন্দিরে যাবেন তিনি।
বুধবার সকালে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাদারোডে রামনবমীর শোভাযাত্রায় যোগ দেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। শোভাযাত্রায় এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন। কীর্তির অসুস্থতার খবর শুনে দিলীপ বলেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন উনি। যাতে লড়াই ঠিকঠাক হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।