বর্ধমান, ১৯ এপ্রিল ২০২৪: পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার জেলা সদর বর্ধমান শহরে দিন দুপুরে বেআইনিভাবে পুকুর ভরাট চলছে। এমনই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, জমিটি ভূমি দফতরের রেকর্ডে স্পষ্ট ভাবে পুকুর হিসাবে উল্লেখ করা আছে। সেই সংক্রান্ত নথিও তাঁদের কাছে রয়েছে। অথচ গা জোয়ারি ভাবে সেই জায়গা ভরাট করে সেখানে রিয়েল এস্টেট নির্মাণ করার পরিকল্পনা চলছে বলে তাঁরা অভিযোগ করেছেন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার।
বর্ধমান শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ছোট নীলপুর মধ্য পাড়া এলাকায় মানিক পীর তলার ভিতরে রয়েছে প্রায় ৭২ কাঠার জায়গা। ভূমি দফতরের নথিতে তা পুকুর হিসাবে নথিবদ্ধ রয়েছে। অথচ গত কয়েকদিন ধরে প্রকাশ্য দিবালোকে জেসিবি মেশিন দিয়ে বালি ও মাটি ফেলে ভরাট করার কাজ চলছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। আপত্তি জানালেও কাজ বন্ধ না হওয়ায় তাঁরা আতঙ্কে আছেন বলে জানিয়েছেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রাজ্য সরকারের জলাভূমি আইনে পুকুর বা জলাভূমি ভরাট করা বেআইনি। দোষীদের কড়া শাস্তির বিধান আছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালীরা গায়ের জোরে এভাবেই জলাভূমি ভরাট করে চলেছে। যদিও পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, “আমি আজই ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।