দুর্গাপুর, ২২ এপ্রিল ২০২৪: সোমবার ২০১৬ সালে এসএসসিতে নিয়োগ হওয়া ২৩ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রয়োজন হলে বাতিল হওয়া চাকরি প্রার্থীদের নিজেদের হেফাজতে নিয়েও তদন্ত চালাতে পারে সিবিআই। হাইকোর্টের এমন রায় নিয়ে সোমবার পূর্ব বর্ধমানের বুদবুদে কর্মীসভায় যোগ দিয়ে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে এবার তাদের খুঁজবে সিবিআই। তাদেরও সুদ সমেত ফেরত দিতে হবে টাকা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পুরো ঘটনার জন্য রাজ্য সরকারকে দায়ী করে তিনি আরও বলেন, “পরীক্ষায় দু’নম্বরী হয়েছে। বহু লোকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে। সাদা খাতা দিয়ে যারা চাকরি পেয়েছিল এবার তাদের ভবিষ্যৎ নষ্ট হবে। রাজ্যে সংকট তৈরির দায় রাজ্য সরকার ও তৃণমূল নেতাদের। এই চাকরি যারা টাকার বিনিময় দিয়েছিল এবার সিবিআই তাদের খুঁজবে। ওটাই সিবিআইয়ের আসল কাজ। যারা ভুক্তভোগী তাঁরা তো বঞ্চিত হয়েছেনই। তাঁরা তো বিচার পাবেনই। কিন্তু যারা টাকা নিয়ে এই অন্যায়টা করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ কেউ না করতে পারে। পা থেকে মাথা সবাইকে ধরা হবে।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।