দুর্গাপুর, ২২ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড়ে তাপমাত্রা জেলার শিল্পাঞ্চলের মধ্যে সবথেকে বেশি। মানুষ যাতে কোনও সমস্যায় না পড়ে সেজন্য সব রকম ব্যবস্থা নিয়ে রাখছে প্রশাসন। হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে ওআরএস এর ব্যবস্থা করা হয়েছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
অন্যদিকে, বিদ্যুতের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য নজরদারি রাখছেন দফতরের কর্মীরা। কিছু এলাকায় একাধিক ট্রান্সফরমার বসানো হচ্ছে যাতে বিদ্যুতের কোনও সমস্যা না হয়। বন দফতরও জঙ্গলে পশু, পাখিদের পানীয় জল ও ওআরএস খাওয়াচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
WhatsApp Group
Join Now