দুর্গাপুর, ২৪ এপ্রিল ২০২৪: পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে বিজেপির প্রার্থী হয়েছিলেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জেমুয়া গ্রামের ধর্মদাস গোপ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর বাড়িতে গিয়েই মধ্যাহ্নভোজ সারলেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। ফেরার সময় ধর্মদাসের স্ত্রীর হাতে উপহার হিসাবে তুলে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা ছাপা শাড়ি। বুধবার এমন সৌজন্যের রাজনীতি দেখা গেল জেমুয়া গ্রামে।
বিজেপি নেতা ধর্মদাস জানান, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজন করার প্রস্তাব দেন। সেই মতো বাড়িতে রান্না হয়। দুপুরে বিধায়ক ও তাঁর সঙ্গীরা ওই বিজেপি নেতার বাড়িতে মেঝেতে বসে মধ্যাহ্নভোজ সারেন। ধর্মদাস বলেন, “বিধায়ক যদি খেতে আসেন তাহলে তো আর না করা যায় না। আমার প্রতীক চিহ্ন আলাদা, ওনার আলাদা। কিন্তু বিধায়ক সবার।”
বিধায়ক বলেন,”উনি বর্তমানে বিজেপি কর্মী হলেও অতীতে তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন। যেভাবে আমাকে পরিবারের সবাই আপ্যায়ন করলেন, তাতে ওঁরা কি আর বিজেপি থাকবেন?” দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “তৃণমূলের কর্মীরা কেউ ডাকছে না। তাই বিজেপি কর্মীদের বাড়িতে খাওয়ার চেষ্টা করছেন তৃণমূল বিধায়ক। বিজেপি কর্মীর বাড়িতে খেয়েছেন খুবই ভালো। কিন্তু শাড়ি উপহার দিতে পারেন না। নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে। আমরা অভিযোগ করব নির্বাচন কমিশনে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।