বুদবুদ, ২৪ এপ্রিল ২০২৪: নির্বাচনী প্রচারে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর সোওয়া ১টা নাগাদ তিনি পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি হোটেল থেকে হেলিকপ্টারে রওনা দেন। প্রথমে তিনি যান পূর্ব বর্ধমানের আউশগ্রামে। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে সেখানে সভা সেরে তিনি দ্বিতীয় সভা করেন বুদবুদের তিলডাং এলাকায়।
দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারই মাঝে চলছে নির্বাচনী প্রচার। তীব্র দহন উপেক্ষা করেই তিলডাঙের জনসভায় হাজির হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। উপস্থিত আছেন প্রার্থী কীর্তি আজাদ, বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী ডাঃ শর্মিলা সরকার, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, প্রদীপ মজুমদার, গলসির বিধায়ক নেপাল ঘরুই প্রমুখ।
ভিড় সামাল দিতে সকাল থেকেই হিমশিম খেতে হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে। প্রবল গরমে ক্লান্ত হয়ে তৃণমূল কর্মী সমর্থকদের একাংশকে আশ্রয় নিতে দেখা যাচ্ছে জাতীয় সড়কের গাছের তলায়। সিভিক ভলান্টিয়াররা মাঝে মাঝে গিয়ে আশ্রয় নিচ্ছেন সভাস্থলের তাঁবুতে। সকলের জন্যই ব্যবস্থা রয়েছে ঠান্ডা পানীয় ও ওআরএসের। রয়েছে চিকিৎসার ব্যবস্থাও। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।