দুর্গাপুর, ২৫ এপ্রিল ২০২৪: বুধবার একই দিনে দুবার রাজনৈতিক সৌজন্যের ছবি দেখল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর। দুপুরে জেমুয়ায় বিজেপি নেতা ধর্মদাস গোপের বাড়িতে মধ্যাহ্নভোজ সারতে গিয়েছিলেন পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সন্ধ্যায় বিজেপি প্রার্থী তৃণমূলের পার্টি অফিসে গেলেন চা খেতে।
বিজেপির কোনও প্রার্থী তৃণমূলের নেতাদের পেটানোর নিদান দিচ্ছেন। আবার তৃণমূলের কোনও প্রার্থী বিজেপি প্রার্থীকে পাগল, ছাগল বলছেন। কোথাও আবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হচ্ছে এলাকা। এই পরিস্থিতিতেও দুর্গাপুরে সৌজন্যের রাজনীতি দেখে খুশি এলাকার বাসিন্দারা।
( Dr. BC Roy Engineering College & Group of Instutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
বুধবার রাতে দলীয় কর্মীদের নিয়ে হুডখোলা গাড়িতে চেপে অন্ডালের খান্দ্রা এলাকায় প্রচার করছিলেন বিদায়ী সাংসদ তথা আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ওই এলাকায় রাস্তার পাশে থাকা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। এরপরেই পাশের একটি তৃণমূলের দলীয় কার্যালয়ে চলে যান। তৃণমূল নেতা গৌতম বক্সী ও অন্যান্য কর্মীদের সঙ্গে চা খেতে খেতে গল্প করতে দেখা যায় তাঁকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।