দুর্গাপুর, ২৫ এপ্রিল ২০২৪: জয়ের প্রার্থনা করতে কয়েকদিন আগে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গিয়েছিলেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার শ্যামরূপা মন্দিরে। পুজো শেষে প্রসাদ গ্রহণ করেন। বৃহস্পতিবার এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ যান ওই মন্দিরে। জয়ের প্রার্থনা জানিয়ে যজ্ঞ করেন। ছিলেন স্ত্রী পুনমও।কথিত আছে, ভক্তিভরে এই মন্দিরের মাকে পুজো দিলে মনের ইচ্ছা পূরণ হয়। রামনবমীর সন্ধিক্ষণে পুজো দিয়ে জয়ের প্রার্থনা করেছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুপুরে দাবদাহের মাঝে গাছ তলায় বসে শ্যামরূপা মায়ের কাছে যজ্ঞ করে স্ত্রী পুনম ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জয় প্রার্থনা করলেন কীর্তি আজাদ।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
কীর্তি আজাদ বলেন, “পরিষ্কার মনে ও ভক্তি ভরে প্রার্থনা করলে মা সাড়া দেন। কারণ মা অন্তর্যামী। মায়ের কাছে কিছু চাইতে হয় না। কে মানুষের পূজারী আর কে মহিলাদের গালাগালি দেয়, মাকে অপমান করে, কে মহিষাসুর, কে গালাগালি দেয়, মা পরিষ্কার বুঝতে পারেন। দিলীপ ঘোষ বধ হবে। জোড়া ফুলে ভোট দিয়ে তাঁকে মেদিনীপুরে পাঠিয়ে দেবেন বর্ধমান দুর্গাপুরের মানুষ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।