দুর্গাপুর দর্পণ, ১ মে ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে উড়ালপুলের গা ঘেঁষে যাওয়া বিদ্যুৎবাহী তারে ভয়াবহ আগুন। স্তব্ধ জাতীয় সড়ক। এল বিরাট পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, দুর্গাপুরের মুচিপাড়ায় ১৯ নম্বর জাতীয় সড়কে গা ঘেঁষে যাওয়া বিদ্যুৎবাহী তারে ভয়াবহ আগুন। বুধবার সন্ধ্যায় শর্ট সার্কিটের জেরে সেই তারে হঠাৎই অগ্নিসংযোগ ঘটে। দাউ দাউ করে জ্বলতে থাকে বিদ্যুৎবাহী তার। উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়তে থাকে আগুনের ফুলকি। উড়ালপুল কার্যত স্তব্ধই হয়ে যায়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পড়ে সমস্ত যানবাহন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা এবং নিউ টাউনশিপ থানার পুলিশ। আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও। এলাকাবাসীর দাবি, “১৯ নম্বর জাতীয় সড়কের উড়ালপুলের সাথেই লোহার স্ট্রাকচার করে নিয়ে যাওয়া হয়েছে বিদ্যুৎবাহী তার। তারপর তীব্র দাবদাহ সেই জন্যই এই ঘটনা।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।