দুর্গাপুর দর্পণ, ৫ মে ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পান্ডবেশ্বরে বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। খোট্টাডিহি এলাকায় বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি তাঁদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। দোষীদের শাস্তির দাবিতে পান্ডবেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীদের।
বিজেপির জামুড়িয়া ২ নম্বর মন্ডলের সহ আহ্বায়ক গৌতম মন্ডল অভিযোগ তোলেন, খোট্টাডিহি গ্রামে বিজেপির আসানসোল লোকসভার প্রার্থী সুরিন্দর সিংহ আলুওয়ালিয়ার “চায়ে পে চর্চা” কর্মসূচির আগে বিজেপি কর্মীরা দলীয় পতাকা বাঁধার কাজ করছিল। সেই সময় জামুড়িয়া ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সিদ্ধার্থ রানা বালি মাফিয়া এবং তৃণমূলের লোকজন নিয়ে তাদের উপর চড়াও হয় এবং তাদের বাড়িতে হামলা চালায়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জেলা তৃণমূলের নেতা সুজিত মুখোপাধ্যায় বলেন, “ওই এলাকায তৃণমূলের শক্ত ঘাঁটি। তৃণমূল এই ধরনের কাজ করে না। বিজেপি কোনও লোকজন পাচ্ছে না। তাই তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।