দুর্গাপুর দর্পণ, ১৭ মে ২০২৪: জাতীয় সড়ক সম্প্রসারণের এক ব্যক্তি জমি দিয়েছিলেন। তাঁকে কোনও টাকা দেওয়া হয়নি এই অভিযোগে আদালতের দ্বারস্থ হন তিনি। পূর্ব বর্ধমান জেলা আদালত শুক্রবার সেই মামলার শুনানি শেষে পূর্ব বর্ধমানের জেলাশাসকের বাংলো বাজেয়াপ্ত করার রায় দিল। এবং আরও জানানো হল, বাজেয়াপ্ত করা ওই বাংলো বিক্রি করে জমিদাতাকে অবিলম্বে টাকা মেটাতে হবে।
জানা গেছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের জন্য় ২০০৭ সালে জমি দেন সুশান্তকুমার গোস্বামী। কিন্তু, তার দাবি সরকারের তরফে তাঁকে কোনও টাকা তাঁকে দেওয়া হয়নি। এই কারণে তিনি আদালতের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি করে ২০১০ সালে তৎকালীন বাজারদর অনুযায়ী সংশ্লিষ্ট জমিদাতাকে ২৬ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এরপরেও টাকা পাননি ওই ব্যক্তি। ফের তিনি, টাকা না পাওয়ার অভিযোগ জানিয়ে ২০১৫ সালে আদালতের দ্বারস্থ হন তিনি। ২০১৫ সালে জমির বাজারমূল্য ছিল প্রায় ৫৪ লক্ষ টাকা। বর্তমানে ওই জমির বাজারদর প্রায় ২ কোটি টাকা। শুক্রবার সেই মামলায় আদালত নির্দেশ দেয় পূর্ব বর্ধমানের জেলাশাসকের বাংলো বাজেয়াপ্ত করে, সেই বাংলো বিক্রি করে জমিদাতার পরিবারকে টাকা দেওয়ার।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।