দুর্গাপুর দর্পণ, ১৮ মে ২০২৪: আসানসোল-দুর্গাপুর জাতীয় সড়ক ধরে উদ্ধশ্বাসে ছুটছে একটি ট্রাক। পিছনে ধাওয়া করে আসছে আরেকটি গাড়ি। দুর্গাপুরের ডিভিসি মোড়ে আসতেই বেঙ্গল এসটিএফের টিম ধরে ফেলল ট্রাকটিকে। তারপরেই রহস্য ভেদ। ময়দার আড়ালে বাংলাদেশে পাচার হচ্ছিল ফেন্সিডিল।
জানা গিয়েছে, রাঁচি থেকে আসানসোল-দুর্গাপুর জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদ যাচ্ছিল ময়দার বস্তা ভর্তি একটি ট্রাক। গোপন সূত্রে খবর পেয়ে ট্রাকটিকে ধাওয়া করে বেঙ্গল এসটিএফের একটি টিম। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ডিভিসি মোড়ে ট্রাকটিকে ধরে ফেলে এসটিএফ। ট্রাকে অভিযান চালাতেই চোখ কপালে ওঠে এসটিএফের কর্তাদের। ময়দার বস্তার আড়ালে রয়েছে বহু ফেন্সিডিলের বস্তা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
তৎক্ষণাৎ ট্রাকটিকে বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয় চালক এবং খালাসিকে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ময়দার বস্তার অন্তরালে নিষিদ্ধ ফেন্সিডিলের বস্তা পাচার হচ্ছিল আসানসোল-দুর্গাপুর জাতীয় সড়ক ধরে। তাঁরা গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে ধাওয়া করেন। এবং গাড়ি থেকে প্রায় কুড়ি হাজার নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার হয়েছে। যা বাংলাদেশে পাচারের কথা ছিল। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। চালক এবং খালাসিকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত আছে, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।