দুর্গাপুর দর্পণ, ৩০ মে ২০২৪: কাজ ভালো না হলে বিল আটকে যাবে। ‘ব্ল্যাকলিস্টেড’ করে দেওয়া হবে। রাস্তা তৈরির ঠিকাদারকে এভাবেই ধমক দিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান অমিতাভ বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহায় তথ্য প্রযুক্তি পার্ক থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত একটি রাস্তা সংস্কারের কাজ শুরু হয় ভোটের আগে। কিন্তু কয়েক দিনের মধ্যেই কাজ বন্ধ হয়ে যায়।
বিজেপি ২১ মে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখায়। তৃণমূল নেতাদের কাটমানি চাপে কাজ ছেড়ে পালিয়েছেন ঠিকাদার, এমন দাবি করে বিজেপি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ফের রাস্তার কাজ শুরু হয়। পুরসভার ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে আসেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিকাদারকে বলেন, ভালোভাবে কাজ করুন না হলে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবেন। বিল আটকে যাবে।
পুরো ব্যাপারটি নাটক। আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। কটাক্ষ দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের। সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, কাটমানি রাজ চলছে দুর্গাপুর পুরসভায়। পুরসভা চালাচ্ছে প্রোমোটারা। তাই পুর এলাকায় উন্নয়নমূলক কাজের এই দশা! (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।