দুর্গাপুর দর্পণ, ৫ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। এক সিপিএম নেতার বাড়িতে হামলা হয়। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। অভিযোগের তির তৃণমূলের দিকে। দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের আইনস্টাইন রোড এলাকার ঘটনা।
সিটু তথা পশ্চিম বঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের নেতা প্রসূন পালিত লোকসভা নির্বাচনে আইনস্টাইনের ডিআইসিভি স্কুলে সিপিএমের বুথ এজেন্ট ছিলেন। তাঁর অভিযোগ, ভোটের দিন তৃণমূলের বেশ কিছু কর্মী বহিরাগতদের নিয়ে ছাপ্পা ভোট দিতে এলে তিনি প্রতিবাদ করেন এবং রুখে দাঁড়ান। তারই বদলা হিসাবে ফল ঘোষণার পরেই তাঁর বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
যদিও পুরো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি বলেন, “নির্বাচনের আগে থেকে বিজেপি ও সিপিএম মিলে নানাভাবে প্ররোচনা দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি ও সিপিএম মিলে ভোট লুট করার চেষ্টা চালিয়েছে। জনতা রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে, মানুষ একমাত্র ভরসা করেন মমতা ব্যানার্জিকেই। তাই এখন কি করবে খুঁজে না পেয়ে সিপিএম মিথ্যা অভিযোগ আনছে তৃণমূলের বিরুদ্ধে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।