দুর্গাপুর দর্পণ, ১৪ জুন ২০২৪: গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে মেগা রক্তদান শিবির আয়োজন করে দুর্গাপুরের ‘স্বপ্ন উড়ান’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের জোনাল সেন্টারে এই শিবিরের আয়োজন করা হয়।
এদিনের এই শিবিরে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি উপস্থিত ছিলেন। তিনিও রক্তদান করেছেন। গ্রীষ্মে প্রতি বছরই রক্তের সংকট তৈরী হয় হাসপাতাল গুলিতে। রক্তের যোগান বাড়াতেই এদিন মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ও রক্তদান করেন। তিনি জানিয়েছেন, প্রতিবছরই এই রকম নানান কর্মসূচি করে থাকে এই সংস্থা। এইবার হাসপাতাল গুলিতে রক্তের সংকট মেটাতে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দুর্গাপুরে একাধিক হাসপাতালের ব্লাড সেন্টার এই শিবির থেকে রক্ত সংগ্রহ করে। এদিন শিবিরের উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখার্জী।