দুর্গাপুর দর্পণ, ২৬ জুন ২০২৪: ক্লাস না করে বেতন বৃদ্ধির আন্দোলন করছেন এক শ্রেণীর শিক্ষক। এর জেরে পড়়াশোনা গোল্লায় যাচ্ছে। এমন অভিযোগ তুলেছে তৃণমূলের মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতি। বুধবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের লাউদোহা পঞ্চায়েতের মাঠে সভা করে প্রতিবাদ জানান শিক্ষক সংগঠনের নেতৃত্ব। এরপর ডেপুটেশন দেওয়া হয় এসআই অফিসে।
শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি ও ষড়যন্ত্রমূলক আঁতাতের বিরুদ্ধে এবং শিক্ষা সহায়ক পরিবেশ গঠনের ডাক দিয়ে তৃণমূলের শিক্ষক সংগঠন ডেপুটেশন দেয়। কর্মসূচিতে যোগ দেন পশ্চিম বর্ধমান জেলার ১৫ টি চক্রের সংগঠনের প্রায় ৮০০ জন শিক্ষক শিক্ষিকা। সংগঠনের জেলা সভাপতি নুরুল হক বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়ক পরিবেশ গঠন আমাদের উদ্দেশ্যে। আমরা চাই বিদ্যালয়গুলিতে নিয়মিত পরিদর্শন ব্যবস্থা রাখা হোক। পড়াশুনা, মিড ডে মিল, শিক্ষকদের হাজিরা সহ অন্যান্য বিষয়গুলি ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখা প্রয়োজন।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পাশাপাশি ডিএ আন্দোলনকারীদের সমালোচনা করে সরব হন তিনি। নুরুল হক বলেন,” শিক্ষকদের কাজ পড়ুয়াদের শিক্ষাদান করা। কিন্তু কিছু শিক্ষক সেই কাজে অনুপস্থিত থেকে আন্দোলনে যোগ দিয়েছেন। ফলে বিদ্যালয়গুলিতে পড়াশোনায় ক্ষতি হচ্ছে। আন্দোলনের নামে বিদ্যালয়ে যারা অনুপস্থিত থাকছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” পাশাপাশি, ডিএ আন্দোলনকারীদের সঙ্গে কর্পোরেট সংস্থার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, আন্দোলনকারীরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। যাতে অভিভাবকেরা তাঁদের সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করতে বাধ্য হন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।