দুর্গাপুর দর্পণ, ১ জুলাই ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী চিকিৎসার জন্য গিয়েছেন ব্যাঙ্গালুরু। আজ সোমবার তাঁর হার্টের অস্ত্রোপচার হচ্ছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সকাল থেকে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের অরবিন্দ অ্যাভিনিউয়ে তৃণমূলের কার্যালয়ে শুরু হয়েছে মৃত্যুঞ্জয় মহাযজ্ঞ। অস্ত্রোপচার শেষ না হওয়া পর্যন্ত চলবে এই যজ্ঞ, এমটাই জানিয়েছেন প্রার্থনারত তৃণমূল কর্মীরা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
হৃদরোগে আক্রান্ত হয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি এর আগে দুর্গাপুরে এবং চেন্নাইয়ে চিকিৎসা করিয়েছেন। বর্তমানে তিনি অস্ত্রোপচারের জন্য গিয়েছেন ব্যাঙ্গালুরু। তাঁর আরোগ্য কামনা করে ১০০৮টি বেল পাতা দিয়ে মৃত্যুঞ্জয় যজ্ঞ চলছে। সকাল থেকেই বহু তৃণমূল কর্মী সমর্থকেরা সেখানে উপস্থিত হয়েছেন। তৃণমূল কার্য্যালয়ের এক কর্মী ঝুমা রায় বলেন, “শুধু আমি নয়, বহু মানুষ দাদার সুস্থতা কামনায় মৃত্যুঞ্জয় যজ্ঞতে শামিল হয়েছেন। দাদাকে সবাই ভালোবাসে। তাই যতক্ষণ পর্যন্ত দাদার শরীরে অস্ত্রোপচার চলবে, ততক্ষণ পর্যন্ত এই মৃত্যুঞ্জয় যজ্ঞও চলবে।” জানা গিয়েছে, জেলার বিভিন্ন প্রান্তে তাঁর সফল অস্ত্রোপচারের প্রার্থনায় পুজো পাঠ করছেন দলের কর্মী সমর্থকরা।
‘চোর চোর চোর’ পোস্টারে ছয়লাপ এলাকা, প্রধান-উপপ্রধান দুই জনেই চোর! পঞ্চায়েত চলবে কী করে?
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।