আকবর রোডের মাসির বাড়ি থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ফিরছেন ইস্কন মন্দিরে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ জুলাই ২০২৪: আজ উল্টোরথ। বাড়ি ফেরার পালা প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ইস্কনের তরফে ধুমধাম করে প্রতি বছর রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। রথের দিন থেকে ইস্কনের জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ছিলেন ডিএসপি টাউনশিপের আকবর রোডের মাসির বাড়িতে। ৮দিন ধরে সেখানে বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ছিল অন্নকূটের ব্যবস্থা।
সেখান থেকে আজ দুপুরে রথে চেপে ইস্কনে ফিরবেন তিন ভাই, বোন। বহু ভক্তের সমাগম হবে আজও। চলবে হরিনাম সংকীর্তন। সকাল থেকেই বহু ভক্ত ভিড় জমাতে শুরু করেছেন। চলছে পূজার্চনা। ইস্কনের প্রধান সেবায়েত ঔদার্য চন্দ্র দাস বলেন, “এবার প্রথম থেকেই ভক্তদের আলাদা উৎসাহ ছিল। বৃষ্টির মধ্যেই রথ টানতে ভিড় দেখা গিয়েছিল। বহু নাম সংকীর্তনের দল নিয়ে কার্নিভালের আয়োজন করা হয়েছিল। আজও বহু ভক্তের সমাগম হবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।