এবারের দুর্গাপুজোয় নবারুণ ক্লাবের মন্ডপে ফুটে উঠবে এক টুকরো রাজস্থান
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জুলাই ২০২৪: রাজস্থানের গ্রামের চিত্র। সঙ্গে খাস মহল। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের নবারুণ ক্লাব এবার দুর্গাপুজোর মন্ডপে এমন ছবিই তুলে ধরবে। মঙ্গলবার খুঁটিপুজোর আয়োজন করা হয়। খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন দুর্গাপুর পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন মেয়র, বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায় সহ উদ্যোক্তারা। ৫৭ বছরে পদার্পণ করতে চলেছে এই পুজো। প্রায় ২৫লক্ষ টাকা ব্যয় করে এবার মন্ডপ গড়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।