দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ২৫ জুলাই ২০২৪: দীর্ঘদিন ধরেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পানাগড় শিল্প তালুকে মদ কারখানার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ। প্রশাসনকে বার বার জানিয়েছেন। মিলেছে আশ্বাস। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বুধবার স্থানীয় বাসিন্দারা কাঁকসা বিডিও অফিসে গিয়ে লিখিত
অভিযোগ জানিয়ে আসেন। এরপর বৃহস্পতিবার সকালে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরা কারখানা পরিদর্শনে আসেন।
খবর পেয়ে স্থানীয়রা জড়ো হন কারখানার গেটে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরা পরিদর্শন সেরে বেরিয়ে যেতে চাইলে তাঁদের গাড়ি আটকে দেওয়া
হয়। আসে পুলিশ। যতক্ষণ না উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হবে ততক্ষণ ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্থানীয়রা। শুরু হয় বিক্ষোভ। কারখানা কর্তৃপক্ষ বিষাক্ত গ্যাস বেরোনোর কথা স্বীকার করেছেন। কিন্তু সমাধান কবে হবে সে বিষয়ে কোনও সদুত্তর মেলেনি।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্লোবাস স্পিরিট নামের ওই মদ উৎপাদনকারী কারখানা থেকে স্থানীয় গ্রাম গুলিতে দুষণ ছড়াচ্ছে। পুকুর, চাষযোগ্য জমি ও খড়ি নদি দূষিত করছে ওই কারখানা থেকে নির্গত বর্জ্য জল। সঙ্গে বিষাক্ত গ্যাস নির্গত হয় যা গ্রামবাসীদের জন্য রোগ ডেকে আনছে। বার বার বলা সত্বেও কারখানা কর্তৃপক্ষ কর্ণপাত করেন না বলে অভিযোগ। কারখানা চালু হওয়ার পর থেকেই তাঁরা এই সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, খড়ি নদী বুদবুদের মাড়ো গ্রামের উত্তর দিক হতে নির্গত হয়ে বুদবুদ, গলসির মধ্যে দিয়ে ভাতার থানার কর্জনা-আড়া হয়ে মন্তেশ্বর এলাকায় ঢুকেছে। এরপর মন্তেশ্বরের দেনুড় ছুঁয়ে কাটোয়ার শ্রীবাটি, সিঙ্গি হয়ে পূর্বস্থলীর নিমদহ দিয়ে ঢুকে নাদনঘাট হয়ে হাতিপোতা গ্রামের কাছে ভাগীরথীতে মিশেছে। সেই নদীর জল দূষিত হওয়ায় মাড়ো, কোটা, চন্ডীপুর, নতুনগ্রাম সহ নিচের দিকের বহু গ্রামের বাসিন্দারা বিপাকে পড়েছেন বলে অভিযোগ। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।