রহস্যময় কান্ড বাঁকুড়ায়, একই বাড়িতে ৫দিনে আগুন লাগল ৭ বার!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১ আগস্ট ২০২৪: রহস্যময় কান্ড বাঁকুড়ায় (Bankura)। একই বাড়িতে ৫দিনে আগুন লাগল ৭ বার! সকাল ও সন্ধ্যায় আগুন লাগছে। চরম আতঙ্কে দিন কাটছে সিমলাপালের জামবেদিয়া গ্রামের তপন লোহার ও তাঁর পরিবারের ৷ পেশায় চাষি তপনের বাড়িতে প্রথম বার আগুন লাগে গত রবিবার।

আগুন লাগে বাড়ির বারান্দায়। তখন বাড়িতে কেউ ছিল না। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে তাঁরা আসেন। সেদিনই আরও একবার আগুন লাগে বলে জানান তপনের স্ত্রী রীনা। সবাই মনে করেছিলেন রান্নার গ্যাস থেকে আগুন লেগেছে। কিন্তু তা নয়। কারণ, গ্যাস বন্ধ ছিল। তারপর থেকে ঘরের বিভিন্ন জায়গায় হঠাৎ আগুন জ্বলে উঠছে বলে দাবি রীনার। পাড়ার লোকজনও এমন ঘটনায় আতঙ্কিত। তপন ও তার পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

সিমলাপালের বিডিও মানস চক্রবর্তী জানিয়েছেন, কী কারণে এই আগুন লাগছে তা খতিয়ে দেখা হচ্ছে । আতঙ্কিত হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে জানানো হয়েছে, গ্রামাঞ্চলে বর্ষার সময় বিভিন্ন সামগ্রী বৃষ্টির সংস্পর্শে এসে পচে গিয়ে মিথেন গ্যাস তৈরি করে থাকে। মিথেন গ্যাস অক্সিজেনের সংস্পর্শে এলে যেখানে সেখানে আগুন ধরে যায়। বাঁকুড়া জেলা বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা ওই বাড়িতে তদন্তে যাবেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!