দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ২ আগস্ট ২০২৪: এক টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিভিন্ন জায়গা। ইসিএলের রেললাইনের আন্ডারপাসের জন্য গ্রাম প্লাবিত হয়েছে বলে দাবি সেখানকার কোচডিহি গ্রামের বাসিন্দাদের। অন্যদিকে, বৃষ্টির জেরে ধস নেমেছে অন্ডালের কাজোরা গ্রামে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের শেষ প্রান্তে বাফার লাইনের পাশে। শুরু হয়েছে মেরামতির কাজ।
ঝাঁঝরা কোলিয়ারি থেকে বাকোলা পর্যন্ত কোচডিহি গ্রামের পাশ দিয়ে তৈরি হচ্ছে রেলের ট্র্যাক। সেখানে তৈরি করা হয়েছে আন্ডার পাস। গ্রামবাসীদের অভিযোগ, প্রথম থেকেই তাঁরা বলে এসেছিলেন, এই আন্ডারপাস সমস্যা ডেকে আনবে। স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা রূপক পাঁজা জানান, বার বার ইসিএল আধিকারিকদের জানানোর পরেও গ্রামের শাসকদলের নেতাদের একাংশের সঙ্গে বৈঠক করে ইসিএল এই প্রকল্পটি শুরু করে। তার জেরেই গ্রাম ডুবে গিয়েছে বলে অভিযোগ তাঁর। কয়েকটি কাঁচা মাটির বাড়ি ভেঙে গিয়েছে। বাউড়ি পাড়ার এক বৃদ্ধা কোনও রকমে পাঁচিল চাপা থেকে রেহাই পেয়েছেন। ঘটনার খবর পেয়ে ইসিএলের আধিকারিকেরা এলে তাঁদের গাড়ি আটকে বিক্ষোভ হয়। নাকড়াকোন্দা থেকে ঝাঁজড়া কোলিয়ারি হয়ে বালিজুরি যাওয়ার রাস্তা অবরোধ করেন তাঁরা। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
এদিন ধস নামে অন্ডালের কাজোরা গ্রামের স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের শেষ প্রান্তে বাফার লাইনের পাশে। খবর পেয়ে তড়িঘড়ি রেলের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। ধসের জায়গা মাটি দিয়ে ভরাট করার কাজ শুরু হয়। রেল সূত্রে জানা গিয়েছে, মেরামতির কাজ পুরোপুরি শেষ হওয়ার পরেই ওই লাইনে ট্রেন চালানোর কথা ভাবা হবে। দুশ্চিন্তার কিছু নেই। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।