দুর্গাপুর দর্পণ, পান্ডবেশ্বর, ৩ আগস্ট ২০২৪: বৃষ্টি থামতেই ভয়াবহ ধস নামল পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বরের বহুলা বাদ্যকর পাড়ায়। সেখানে একটি পরিত্যক্ত খোলামুখ খনি রয়েছে। সেই খোলামুখ খনির পাশেই নামল ধস। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। শুক্রবারেও পর পর ধস নেমেছিল খনি এলাকায়। বার বার ধস নামায় স্থানীয় বাসিন্দারা ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বহুলা অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম মির্ধা জানান, বার বার ধসের আতঙ্ক পিছু ছাড়ছে না তাঁদের। বৃষ্টি থামতেই ফের ধসের ঘটনা ঘটেছে। বাদ্যকর পাড়ার খুব কাছেই ধসের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। তাঁদের দাবি, অবিলম্বে পুনর্বাসন দিতে হবে ইসিএল কর্তৃপক্ষকে। তা না হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? ইসিএলের তরফে আপাতত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
(বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।