দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ৭ আগস্ট ২০২৪:পানীয় জলের দাবিতে বুধবার পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের রামপ্রসাদপুর পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের পানীয় জলের পাইপলাইন রয়েছে। কিন্তু তিন দিন ধরে জল নেই। সমস্যায় পড়ে এলাকাবাসী পানীয় জলের দাবিতে এদিন বিক্ষোভ দেখান।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিক্ষোভকারী মহাদেব ঘোষ, সোমা সিংরা বলেন, “তিন দিন ধরে জল নেই। পঞ্চায়েত থেকে জলের ট্যাঙ্কারের কোনও ব্যবস্থা করা হয়নি।” জানা গিয়েছে, ভালব বিকল হওয়ায় এই পরিস্থিতি। রামপ্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ধর্মেন্দ্র কুমার পন্ডিত জানান, পানীয় জল নেই। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। দ্রুত স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।