দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে আয়োজিত হল সঙ্গীত মেধা অন্বেষণ অনুষ্ঠান, ‘সুর সংগ্রাম’। দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির উদ্যোগে আয়োজিত হয় এই সঙ্গীত মেধা অন্বেষণ প্রতিযোগিতা। প্রাথমিক, দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগীর সংখ্যা ছিল যথাক্রমে ১৫০, ৩০ এবং ১২ জন। বিচারকমন্ডলীতে ছিলেন সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, সুজয় ভৌমিক এবং বন্দিতা সরকার।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
চূড়ান্ত পর্য্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গত ১১ আগস্ট, সিটি সেন্টার এর সৃজনী প্রেক্ষাগৃহে। প্রতিযোগিতায় প্রথম হন সৌমিতা দাস। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে জয় ভট্টাচার্য্য এবং বাপ্পাদিত্য রায়। দুর্গাপুরের পরিচিত সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহার উদ্যোগে প্রতিযোগিতাটি সুসম্পন্ন হয়। নতুন নতুন মেধা খুঁজে বের করা ও তাঁদের প্রতিভা বিকাশে সহায়তা করে এই প্রতিযোগিতার উদ্দেশ্যে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।