দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ‘সুরঙ্গম’ সঙ্গীত সংস্থা রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। শ্রাবণ মাসের শেষ দিন সন্ধ্যায় অর্থাৎ ১৭ আগস্ট ডিএসপি টাউনশিপের মহাবীর ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষা ঋতুর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেন ঋতুকণা ভৌমিক, বানী চট্টোপাধ্যায়, শ্রাবয়িতা দে, সোমনাথ অধিকারী, অনিন্দিতা সেনগুপ্ত, সুস্মিতা সাহা, অনিরুদ্ধ লাহিড়ী, মহুয়া বন্দ্যোপাধ্যায়, মুনমুন বেরা, শাশ্বতী কোনার, মনীষা বন্দ্যোপাধ্যায়, অঞ্জন চট্টোপাধ্যায়, পারমিতা ভট্টাচার্য্য, পাপিয়া ঘটক, শ্রাবস্তী দাশগুপ্ত সহ মোট ২১ জন শিল্পী। অনুষ্ঠান শুরু হয় দুর্গাপুর রম্যবীণার সদস্যদের পরিবেশিত সমবেত সঙ্গীতের মাধ্যমে। সুরঙ্গমের কর্ণধার সোমা মৈত্রের পরিকল্পনায় এবং বাচিক শিল্পী বিপ্লব মুখোপাধ্যায়ের সঞ্চালন অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। এছাড়া যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন প্রেমাংশু সেন, বুদ্ধদেব দাস এবং রতন কুন্ডু।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।