BCREC-র ২৫ বছর পূর্তি উপলক্ষে দুর্গাপুরে ম্যারাথন দৌড়, বছরভর নানা অনুষ্ঠান

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে ২০০০ সালে যাত্রা শুরু করেছিল Dr. B C Roy Engineering College (BCREC)। প্রতি বছর বহু ইঞ্জিনিয়ার এই কলেজ থেকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হচ্ছেন এবং কর্মজগতে প্রবেশ করছেন। এই কলেজ NAAC এর স্বীকৃতি পেয়েছে। NBA স্বীকৃতি পেয়েছে কলেজের ৫টি বিভাগ। এছাড়া কলেজটি সম্প্রতি UGC এবং MAKAUT এর কাছ থেকে Autonomous status পেয়েছে। বিশ্ববিদ্যালয় হওয়ার দৌড় শুরু হয়েছে। সম্ভবত ২০২৫ সালে সেই সাফল্য মিলবে বলে আশা করা হচ্ছে।

আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে কলেজের ২৫ বছর পূর্তি। সেই উপলক্ষে এক বছর ধরে নানা কর্মসূচীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। সোমবার কলেজে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলেজ সোসাইটির সম্পাদক তরুণ ভট্টাচার্য, সভাপতি ড. সত্যজিৎ বসু, কলেজের অধ্যক্ষ সঞ্জয় এস পাওয়ার প্রমুখ।

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

বুধবার সকালে সেই কর্মসূচীর সূচনা হবে। এদিন পুরুষদের জন্য ১৪ কিমি এবং মহিলাদের জন্য ৫ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ম্যারাথনের থিম হল, Run for Durgapur- greener tomorrow। ফুলঝোড় থেকে শুরু করে ভগৎ সিং মোড়, কবিগুরু, পুর নিগম, সিটি সেন্টার বাসস্ট্যান্ড, ডিভিসি মোড়, বি-২ হয়ে ফের ফুলঝোড়ে এসে দৌড় শেষ হবে। 

কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিনই বিকালে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি আর্ট ওয়ার্ক প্রদর্শনী থাকবে। এছাড়া বক্তব্য রাখবেন ইসরোর অ্যাডভ্যান্সড টেকনোলজি অ্যান্ড প্ল্যানিংয়ের প্রাক্তন ডিরেক্টর, রকেট সায়েন্টিস্ট ড. নাম্বি নারায়ণ এবং ফিমার হাড়ের প্রস্থেসিস গবেষণার নকশা ও উন্নয়নে বিশেষ ভূমিকা গ্রহণকারী ড. প্রতাপসিং কাকাসাহেব। এছাড়া বছরভর সেমিনার, কনফারেন্স, হেকাথন, খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তনী সম্মেলন সহ নানা কর্মসূচী নেওয়া হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

 

Highlight
BCREC-র ২৫ বছর পূর্তি উপলক্ষে দুর্গাপুরে ম্যারাথন দৌড়, বছরভর নানা অনুষ্ঠান
News
BCREC-র ২৫ বছর পূর্তি উপলক্ষে দুর্গাপুরে ম্যারাথন দৌড়, বছরভর নানা অনুষ্ঠান
:
বুধবার সেই কর্মসূচীর সূচনা হবে। পুরুষদের জন্য ১৪ কিমি এবং মহিলাদের জন্য ৫ কিমি ম্যারাথান দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ম্যারাথনের থিম হল, Run for Durgapur- greener tomorrow।
Published By
Durgapur Darpan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!