দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আরজি কর কান্ডের প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচী করে বিজেপি। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের তিনটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। মুখ্যমন্ত্রীর কুশ পুতুল দাহ করে, হাওয়াই চটির মালা পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা থানা ঘেরাও করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা।
দুর্গাপুর স্টেশন থেকে পদযাত্রা করে বিজেপি কর্মীরা কোকআভেন থানায় গিয়ে বসে বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। কমব্যাট ফোর্স পরিস্থিতি সামাল দেয়। নিউ টাউনশিপ থানায় বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির বর্ধমান-দুর্গাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, দুর্গাপুর থানা জেলা সম্পাদক অভিজিৎ দত্তের নেতৃত্বে ঘেরাও করা হয়।
চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও অভিজিৎ দত্ত বলেন, “আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য দফতর ঘেরাও করায় গ্রেফতার করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বহু বিজেপি কর্মীকে। আজ আমরা তারই প্রতিবাদে থানা ঘেরাও করছি। রাজ্যের শাসকদলের আইন চলছে। গণতন্ত্র রোধ করা হচ্ছে। আরজি করের নৃশংস ঘটনার বিচারও আমরা চাইছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।