দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। বিক্ষোভ দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন হাসপাতাল সুপার ধীমান মন্ডল। তিনি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার বিকালে দুর্গাপুরের ৪১ নম্বর ওয়ার্ডের বাঁকুড়া মোড় রেল কলোনি এলাকার ৫টি শিশুকে মৌমাছি কামড়ায়। তাদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুই বছর বয়সী বর্ষা রায়ের মৃত্যু হয় মঙ্গলবার বিকালে। পরিবারের অভিযোগ, সকাল থেকে শিশুটিকে দেখতে চাইলে তাঁদের দেখতে দেওয়া হয়নি। চিকিৎসক ও নার্সদের প্রতি গাফিলতি ও দুর্ব্যবহার করার অভিযোগ করেন তাঁরা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
বিক্ষোভকারীদের সঙ্গে চিকিৎসকদের বচসা হয়। তাদের বিরুদ্ধে নার্সদের ধাওয়া করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ ও ধস্তাধস্তি হয়। বিক্ষোভকারীদের দাবি, বিকালে শিশুর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সেই সময় পরিজনেরা শিশুটিকে দেখতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাঁদের মারধর করেন।
মৃত শিশুর দিদিমা শিবানী সিংহ বলেন, “যে চিকিৎসকের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে, তাঁর শাস্তি চাই।” হাসপাতাল সুপার ধীমান মন্ডল বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন পরিজনেরা। হাসপাতাল সুপার চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে বিষয়টি জানবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।