দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দিল্লির এক ব্যবসায়ীর এক কোটি এক লক্ষ টাকা লুঠের ঘটনায় রাঁচি থেকে এক ইটভাটা মালিককে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। গত ৫ সেপ্টেম্বর আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে দুর্গাপুরে পিয়ালা কালী বাড়ির কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলাকে চমকে টাকার ব্যাগ লুঠ করে চম্পট দেয়। তিনি একজন রেলের ঠিকাদার। কলকাতা যাচ্ছিলেন নগদ ১ কোটি ১ লক্ষ টাকা জমা দিতে। সেই সময় ঘটনাটি ঘটে।
গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে মুকেশবাবু দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্তে নামে। গ্রেফতার করা হয় দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী, সিআইডির বম্ব স্কোয়াডের এএসআই চন্দন চৌধুরী, পুলিশের চাকরি থেকে বহিষ্কৃত অফিসার মৃত্যুঞ্জয় সরকার, দুর্গাপুরের রানা প্রতাপের আশীষ মার্কেটের বাসিন্দা সুভাষ শর্মা, উত্তরপ্রদেশের মোহনপুরের বাসিন্দা মনোজ কুমার সিং, দুর্গাপুরের ধান্ডাবাগের বাসিন্দা সুরজ কুমার রামকে।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের তমলুক থেকে মধুসূদন বাগ নামে একজনকে গ্রেফতার করে। তার অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা গিয়েছিল মুকেশের কাছ থেকে। বুধবার রাতে সালানপুরের রূপনারায়ণপুরের মহাবীর কলোনির বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাঁচির সুখদেবনগর থানা এলাকার ইটভাটার মালিক অঙ্কিত কুমারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে পুলিশি হেফাজত চেয়ে তোলা হলো দুর্গাপুর আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অঙ্কিত কুমারের ইটভাটা থেকেই ছিনতাইয়ের সময় ব্যবহৃত হওয়া গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।