উপচে গেল টুমনি নদী, জলের তলায় শিবপুরের ভাসা পুল
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জল বেড়েছে টুমনি নদীতে। জল উপচে রাস্তা, চাষের জমির উপর বইছে নদী। প্লাবিত হয়েছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে কাঁকসার বিদবিহারের শিবপুর, কৃষ্ণপুর, নবগ্রাম সহ একাধিক গ্রামের চাষের জমি। কয়েক হাজার বিঘা চাষের জমি এখন জলের তলায়।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
শিবপুরের ভাসাপুল জলমগ্ন হওয়ায় বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের যোগাযোগ। চরম দুর্ভোগের মুখে দুই জেলার মানুষ। স্থানীয় বাসিন্দা মদনমোহন ঘোষ বলেন, “টুমনি নদীর জল বাড়লেই আমাদের দুর্ভোগ বাড়ে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। সাথে এলাকার সব ধান চাষের জমিও জলের তলায়। আমাদের যন্ত্রণার শেষ নেই। কিছুদিন আগেও একই ঘটনা ঘটেছিল।” টানা বৃষ্টির জেরে দুর্গাপুর শহরেও কিছু জায়গায় জল দাঁড়িয়েছে বলে জানা গিয়েছে।
দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ রবিবার থেকেই ধাপে ধাপে বাড়তে শুরু করেছে। সোমবার সকাল থেকে প্রায় ৮৫ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় দুর্গাপুরে বৃষ্টির পরিমাণ ৭০ মিলিমিটার। আসানসোলে বৃষ্টির পরিমাণ ১৫১. ৪০ মিলিমিটার। অতি বৃষ্টির কারনেই দামোদরের দুর্গাপুর ব্যারেজে থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছে। এর জেরে নিম্ন দামোদরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।