দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর স্টেশন বাজারে পুজোর মুখে কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বাজারে। শুক্রবার ভোরে আগুন লাগে। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। এদিন ভোরে স্থানীয়রা প্রথম দেখেন, ওই দোকান থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুনও জ্বলছে। তাঁরা খবর দেন দুর্গাপুরের দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক। স্থানীয় ব্যবসায়ী দীপংকর সাহার অভিযোগ, “ভোর থেকে দমকল বিভাগে ফোন করা হলেও বহু সময় পেরিয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে। শর্ট-সার্কিটের জেরে অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। সেজন্য দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডকে খবর দেওয়া হয়। সেখান থেকেও কেউ আসেননি। সময়ে দমকল বিভাগ এবং দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড তৎপর হলে বড় ক্ষতি এড়ানো যেত। দমকল ও দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড কর্তৃপক্ষ অভিযোগ মানতে চাননি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।