দুর্গাপুর: সোমবার দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বড়জোড়ার সীতারামপুর মানায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যাদুর্গতদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পরে কেন্দ্রের বিরুদ্ধে ফের তোপ দাগেন। তিনি বলেন, “জলশক্তি মন্ত্রক কিছুই করছে না। শুধু বাংলা ডুবছে। ডিভিসিকে বলে কোনও লাভ হয় না। ড্রেজিং করে না। দুর্গাপুর ব্যারাজে এখনও ডিভিসির জলের স্রোত বইছে। আরও কাকে কাকে ডোবাবে আমরা জানি না। এই রাজ্যে কেন্দ্রের সংসদীয় প্রতিনিধি দল আসে শুধু তৃণমূলের বিরোধিতা করতে, গ্রামীণ আবাস যোজনা, একশো দিনের কাজ, রাস্তার কাজের ত্রুটি খুঁজতে। কিন্তু বন্যায় মানুষ যখন মারা যায় তখন ওদের কেউ আসে না। কেউ খবরও নেয় না।”
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠক সেরে মুখ্যমন্ত্রী সড়কপথে আসেন দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সীতারামপুরে। ভৌগোলিকভাবে সীতারামপুর দামোদরের এপাড়ে দুর্গাপুরের দিকে রয়েছে। সোমবার বিকেলে সেখানে আসেন মুখ্যমন্ত্রী। প্রথমে দামোদরের পাড়ে গিয়ে বন্যাদুর্গতদের সঙ্গে তাঁর দেখা করার কথা ছিল। কিন্তু বৃষ্টি হওয়ায় বন্যাদুর্গতদের যুব আবাসে এনে তোলা হয়। যদিও মুখ্যমন্ত্রী দামোদরের পাড়েই প্রথমে যান। সেখান থেকে ব্যারাজ পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি যুব আবাসে গিয়ে সীতারামপুর মানার বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণের ব্যাগ তুলে দেন। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকেরা। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।