রোবোটিক্স, অটোমেশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ATAL-FDP-র আয়োজন করল BCREC

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: উচ্চ শিক্ষার বৈশ্বিক প্রবণতায় বর্তমানে যে ট্রান্সফর্মেশেন চলছে, তার সঙ্গে ফ্যাকাল্টিদের যুগপোযোগী থাকতে হবে। বর্তমানের দ্রুত পরিবর্তনশীল সময়ে অতীতের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে কাজ হয় না। পড়ুয়াদের সময়োপযোগী করে গড়ে তুলতে গেলে আগে ফ্যাকাল্টিদের সর্বশেষ প্রবণতা ও অগ্রগতি সম্পর্কে অবগত থাকতে হবে। সে কথা মাথায় রেখে, জাতীয় শিক্ষানীতি NEP-2020 এর সঙ্গে সাযুজ্য রেখে, সম্প্রতি দুর্গাপুরের Dr.B.C. Roy Engineering College (BCREC) শিল্পে রোবোটিক্স ও অটোমেশনের ভূমিকা নিয়ে বিশেষ ফ্যাকাল্টি ডেভলপমেন্ট কর্মসূচীর (ATAL-FDP) আয়োজন করে।রাজ্যের বিভিন্ন AICTE অনুমোদিত কলেজ থেকে মোট ৩৬ জন ফ্যাকাল্টি এই কর্মসূচীতে যোগ দেন। সেখানে IoT, Artificial Intelligence, Machine learning, Robotics সহ সংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত আলোচনা ও মত বিনিময় হয়।কলেজ সূত্রে জানা গিয়েছে, গবেষণা, উদ্ভাবন, এন্টারপ্রেনরশিপ সহ সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে যাতে পড়ুয়ারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে, সফল কেরিয়ার গড়ে দেশের উন্নতিতে অবদান রাখতে পারে, তা নিশ্চিত করতে চান কর্তৃপক্ষ। সেজন্য উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে ফ্যাকাল্টিদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে যাতে তাঁরা পড়ুয়াদের সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। এর ফলে ফ্যাকাল্টিদের যেমন পেশাগত দক্ষতা বাড়ে, তেমনই পাঠক্রম, গবেষণা, উদ্ভাবন সহ নানা ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখার সুযোগও বাড়ে। প্রসঙ্গত, এই কলেজে নিয়মিত ফ্যাকাল্টি ডেভলপমেন্ট কর্মসূচীর (FDP) আয়োজন করা হয়ে থাকে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

গত ২৩-২৮ সেপ্টেম্বর কলেজের Mechanical Engineering বিভাগ ‘Industrial Automation & Robotics’ বিষয়ক এই ATAL-FDP এর আয়োজন করে।  CSIR-CMERI-এ সাম্প্রতিক পরিদর্শন কালে যে বাস্তবোচিত জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল, সেই বিষয়ক জার্নালের প্রবন্ধ নিয়ে আলোচনা করা হয়। ২৩ সেপ্টেম্বর কর্মসূচীর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার, Mechanical Engineering বিভাগের প্রধান ড. চন্দন চট্টোরাজ সহ বিশিষ্টরা। কর্মশালায় উপস্থিত ছিলেন দেশের ৯টি প্রথম সারির প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এনআইটি জামশেদপুরের ড. গৌতম সূত্রধর, শিবপুরের IIEST এর ডিন (P&D) অধ্যাপক (HAG) ড. সুভাশীষ ভৌমিক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের EE বিভাগের অধ্যাপক অমিতাভ চট্টোপাধ্যায়, এনআইটি দুর্গাপুরের ME বিভাগের অধ্যাপক ড. শিবেন্দু শেখর রায়, সিএমইআরআই দুর্গাপুরের সিনিয়র প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট ড. দীপ নারায়ণ রায়, প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট ড. আমন অরোরা, প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট ড. দিলীপ কুমার বিশ্বাস, প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট ড. অমিত কুমার, আইআইটি গুয়াহাটির E & ICT Academy-র তথা Faculty Development Trainer & Founder of Skillfinity for Stress management, Life skill and Psychodynamic.অঞ্জন চৌধুরী প্রশিক্ষণ দেন ফ্যাকাল্টিদের। ছয় দিনের এই ATAL-FDP সফল ভাবে পরিচালনা করেন ড. চন্দন চট্টোরাজ ও ড. অরিজিৎ ব্যানার্জী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

রোবোটিক্স, অটোমেশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ATAL-FDP-র আয়োজন করল BCREC
রোবোটিক্স, অটোমেশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ATAL-FDP-র আয়োজন করল BCREC
সম্প্রতি দুর্গাপুরের Dr.B.C. Roy Engineering College-এ শিল্পে রোবোটিক্স ও অটোমেশনের ভূমিকা নিয়ে বিশেষ ফ্যাকাল্টি ডেভলপমেন্ট কর্মসূচীর (ATAL-FDP) আয়োজন করা হয়।
Published By
DURGAPUR DARPAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!