গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন করল দুর্গাপুর দমকল
দুর্গাপুর: মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উদযাপন করল দুর্গাপুরের দমকল বিভাগ। এলাকার পড়ুয়াদের নিয়ে দুর্গাপুরের গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন দমকল আধিকারিকরা। তারপরেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করেন। দমকলের ইন্সপেক্টর পীযূষ ঘটক ও কর্মী ফাল্গুনী বন্দোপাধ্যায় বলেন, “আমরা চাঁদা দিয়ে বিশ্বকর্মা পুজো করি। তখন যে অর্থ বেঁচে যায় সেই অর্থ দিয়ে মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন মহকুমা হাসপাতলে ও অনাথ আশ্রমে ফল মিষ্টি বিতরণ করি। শুধু এই বছরই নয় প্রতিবছরই করে থাকি। খুশি হয় শিশুরা এবং রোগীরা।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর জন্ম দিবস পালন করল দুর্গাপুর দমকল
এলাকার পড়ুয়াদের নিয়ে দুর্গাপুরের গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন দমকল আধিকারিকরা।
Published By
Arpita Majumder
Durgapur Darpan