পুজোর মুখে দুঃসাহসিক চুরি কাঁকসার রেলপাড় এলাকায়
কাঁকসা: পুজোর মুখে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কাঁকসার রেলপাড় এলাকায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। জানা গিয়েছে, প্রায় ১০ লক্ষ টাকার সোনার গয়না সহ ৩০-৩৫ হাজার নগদ টাকা চুরি গিয়েছে। বাড়ির মালিক মনীষ কুমার সিংহ তাঁর স্ত্রী কাজল সিংহকে নিয়ে নৈহাটিতে শ্বশুর বাড়ি গিয়েছিলেন। বাড়িতে একাই ছিলেন মনীষের মা। বুধবার রাতে দেখা যায়, আলমারি ভাঙা। ১৫ ভরি সোনা, ও নগদ টাকা উধাও। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ এসে তদন্ত শুরু করে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

পুজোর মুখে দুঃসাহসিক চুরি কাঁকসার রেলপাড় এলাকায়
পুজোর মুখে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কাঁকসার রেলপাড় এলাকায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। জানা গিয়েছে, প্রায় ১০ লক্ষ টাকার সোনার গয়না সহ ৩০-৩৫ হাজার নগদ টাকা চুরি গিয়েছে।
Published By
Arpita Majumder
Durgapur Darpan