দুর্গাপুর: পুজোর মুখে দুর্গাপুরে বন্ধ হয়ে গেল ‘মা ক্যান্টিন’। ২০২৩ সালের ২৯ মার্চ আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) উদ্যোগে দুর্গাপুরে চালু হয়েছিল ভ্রাম্যমান মা ক্যান্টিন। সপ্তাহের চারদিন সিটি সেন্টার বাসস্ট্যান্ডে এবং তিনদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে। মাত্র ৫ টাকার বিনিময়ে দুপুরে ভাত, সবজি, ডিমের ঝোল। বাইরে থেকে আসা বা স্থানীয় দুঃস্থদের অনেকে কুপন কেটে খাবার খেতেন। সেই ক্যান্টিন এবার বন্ধ হয়ে গেল। যদিও তৃণমূল নেতৃত্ব ফের ক্যান্টিন চালু করার ব্যাপারে আশ্বস্ত করছেন।
ক্যান্টিন চালানোর দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার কর্তা শান্তনু মুখোপাধ্যায় দাবি করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এডিডিএ এই ক্যান্টিন চালু করেছিল। তাই এডিডিএ এভাবে ক্যান্টিন বন্ধ করে দিতে পারে না। মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ জানাবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত জানান, এডিডিএ উন্নয়ন প্রকল্পের কাজ করে। মা ক্যান্টিন চালানো এডিডিএ-র কাজ নয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “আমরা আগেই বলেছিলাম, ভোটের কথা ভেবে মা ক্যান্টিন চালু করা হয়েছিল। ভোট মিটে গিয়েছে। ক্যান্টিনও বন্ধ হয়ে গিয়েছে। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “সস্তা জনপ্রিয়তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী এই ধরণের প্রকল্পের কথা ঘোষণা করেন। কিন্তু অর্থের সংস্থান কোথা থেকে হবে তা ভাবা হয় না।” তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “মা ক্যান্টিন বন্ধ হলে দুঃস্থ মানুষেরা বিপাকে পড়বেন। যাতে ক্যান্টিন চালু থাকে সেজন্য আমরা এডিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।