তিলাবনি কোলিয়ারিতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর: পাণ্ডবেশ্বরের তিলাবনিতে রবিবার গভীর রাতে ১৫-২০ জনের দুষ্কৃতী দল নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হয়। মারধর করে কেড়ে নেওয়া হয় তাঁদের মোবাইলগুলি। এর পর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নিরাপত্তা রক্ষী ও ইসিএলের কর্মী, মোট ১২-১৩ জনকে বৈদ্যুতিক সরঞ্জামের ঘরে বন্দি করে তান্ডব চালায় দুষ্কৃতীরা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

প্রায় দু’লক্ষ টাকার সামগ্রী পিকআপ ভ্যানে চাপিয়ে চম্পট দেয় তারা। খুলে নিয়ে চলে যায় সিসি ক্যামেরাও। সেই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়। ধৃতদের নাম গোলাম গোসিল আলম, শেখ মুজাফফর, শেখ নইমুল, শেখ তাজ মোহাম্মদ ও শেখ মফিজুল। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

তিলাবনি কোলিয়ারিতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
তিলাবনি কোলিয়ারিতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫
প্রায় দু'লক্ষ টাকার সামগ্রী পিকআপ ভ্যানে চাপিয়ে চম্পট দেয় তারা। খুলে নিয়ে চলে যায় সিসি ক্যামেরাও। সেই ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ মোট ৫ জনকে গ্রেফতার করেছে।
Published By
DURGAPUR DARPAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!