দুর্গাপুরের এই প্রাচীন পুজোয় সপ্তমীর পুজোর পর হল রক্তদান শিবির
দুর্গাপুর: সপ্তমীতে রক্তদান শিবির হল দুর্গাপুরের সগড়ভাঙা গোপীনাথপুরে। চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় রক্তদান শিবির ঘিরে চরম উৎসাহ দেখা যায় এ দিন। শুধু চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরাই নন, এলাকার বহু মানুষ আসেন রক্তদান শিবিরে রক্ত দান করতে। কয়েকজন মহিলা সহ ৩০ জন রক্ত দান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। চট্টোপাধ্যায় পরিবারের সদস্য উদয় চট্টোপাধ্যায় বলেন, “পুজোর চারটে দিন পরিবারের সকলেই একত্রিত হন। কলা বউ স্নানের পর পুজোপাঠ। তারপর রক্তদান শিবির হয়। বস্ত্র বিতরণও করা হয় দুস্থদের।”

দুর্গাপুরের এই প্রাচীন পুজোয় সপ্তমীর পুজোর পর হল রক্তদান শিবির
সপ্তমীতে রক্তদান শিবির হল দুর্গাপুরের সগড়ভাঙা গোপীনাথপুরে। চট্টোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজোয় রক্তদান শিবির ঘিরে চরম উৎসাহ দেখা যায় এ দিন।
Published By
Arpita Majumder
Durgapur Darpan