কাঁকসা: ধানজমি থেকে দেহ উদ্ধারের ঘটনার তদন্তে গেলেন এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল। রবিবার সন্ধ্যায় কাঁকসার নয়াকাঞ্চনপুরে ধানজমি থেকে উদ্ধার হয় নিখোঁজ ভাগচাষী চন্দ্রশেখর মন্ডলের (৪৬) দেহ। সঠিক তদন্তের দাবিতে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শনিবার সন্ধ্যা থেকে চন্দ্রশেখরবাবু নিখোঁজ ছিলেন।
রবিবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি ধান জমিতে এসে দেখতে পান এক জোড়া চটি পড়ে আছে। একটু এগোতেই তিনি উপুড় হয়ে পড়ে থাকা এক ব্যক্তির দেহ দেখতে পান। পাশে পড়ে ছিল লুঙ্গি। দেখা যায়, সেটি চন্দ্রশেখরবাবুর দেহ। গলায় ধানগাছ পেঁচানো রয়েছে। মৃতের দাদা শান্তিরাম মন্ডল এলাকার বাসিন্দা উত্তম হাড়ির দিকে অভিযোগের আঙুল তোলেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
সোমবার এলাকায় তদন্তে যান এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল। তিনি বলেন, “যেখান থেকে দেহ পাওয়া গিয়েছিল, আমরা সেই ধান চাষের জমি পরীক্ষা করে দেখলাম। পরিবারের লোকজনের সাথে কথা বলেছি। তদন্ত সাপেক্ষ ব্যাপার। যে ঘটনাই ঘটে থাকুক, দ্রুত কিনারা হবে বলে আমরা আশাবাদী।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।