দ্রোহের আগুন জ্বলল দুর্গাপুরেও
দুর্গাপুর: নারী নিগ্রহ বিরোধী দুর্গাপুর নাগরিক কমিটির পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের বেনাচিতিতে দ্রোহের আগুন জ্বালানোর কর্মসূচী পালন করা হয়। কমিটির আহ্বায়ক ইতি বসু দত্ত বলেন, “শুধুমাত্র তিলোত্তমা নয়, সারা পশ্চিমবঙ্গে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে জনমানসে প্রতিবাদ গর্জে উঠুক।” কমিটির পক্ষে সুচেতা কুন্ডু বলেন, “এই দ্রোহের আগুন সারা বাংলায় জ্বলে উঠুক।” এদিন প্রান্তিকা পাঁচমাথার মোড়ে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে এই কর্মসূচী নেওয়া হয়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

দ্রোহের আগুন জ্বলল দুর্গাপুরেও
নারী নিগ্রহ বিরোধী দুর্গাপুর নাগরিক কমিটির পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের বেনাচিতিতে দ্রোহের আগুন জ্বালানোর কর্মসূচী পালন করা হয়।
Published By
Arpita Majumder
Durgapur Darpan