দুর্গাপুর: স্থানীয়দের বঞ্চিত করে রাতের অন্ধকারে বহিরাগতরা দিব্বি কাজে ঢুকছে। এমন অভিযোগ তুলে তৃণমূলের ঝান্ডা নিয়ে দুর্গাপুরের সগড়ভাঙা কলোনীর একটি বেসরকারী কারখানার সামনে কাকভোরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। বহিরাগতদের কাজে ঢুকতে বাধা দেন তাঁরা। তৃণমূল কর্মীদের প্রশ্ন, তাঁরা কারখানার দূষণ খাবেন, পার্টি করবেন, ভোট করাবেন, আর কাজ পাবে বহিরাগতরা?
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
কারখানার গেট আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিক্ষোভকারী তৃণমূল কর্মী কার্তিক পালের অভিযোগ, “স্থানীয় বেকারদের কাজের দাবিতে আমরা একাধিকবার আন্দোলন করেছি। কিন্তু কোনও কাজ হয়নি। গুরুত্বও দিচ্ছেন না তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্ব। তাই আমরা বাধ্য হয়ে আবার বিক্ষোভে নেমেছি। বহিরাগতদের বের করে স্থানীয়দের দ্রুত কাজ দিতে হবে। না হলে বৃহত্তর আন্দোলন হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।