দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার রাজবাঁধে রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থার ডিপোর সামনে ট্রান্সপোর্ট চালকদের বিক্ষোভ। আড়াইশো জন গাড়ি চালক গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। চালকদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না। বার বার বলেও ফল হয়নি। কারওর সাড়ে ৩ হাজার টাকা আবার কারওর ৪ হাজার টাকা মাসিক বেতনে সারা মাস কাজ করতে হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ট্রান্সপোর্ট চালকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, তাঁদের ১০ হাজার টাকা মাসিক বেতন দিতে হবে। কিন্তু সংস্থার পক্ষ থেকে তাঁদের দাবি মানা হচ্ছে না। তাই সোমবার সকাল থেকে তাঁরা গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। এখান থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এমন কী প্রতিবেশী রাজ্যেও গ্যাসের সিলিন্ডার সরবরাহ করা হয়ে থাকে। ফলে আন্দোলন চললে গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।