দুর্গাপুর: প্রকাশ্য দিবালোকে পুলিশের বাড়িতে দুঃসাহসিক চুরি! ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের সিটি সেন্টার হাউসিংয়ে।এএসআইয়ের বাড়িতে ঢুকে লুটপাট চালালো দুষ্কৃতীরা। চুরি গেল অলঙ্কার সহ নগদ টাকা। শুক্রবার এমনই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দুর্গাপুর থানার সিটি সেন্টার হাউসিং এর ডি ৬ কোয়ার্টারে। ঘটনা জানাজানি হতেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। আসেন এসিপি (দুর্গাপুর) সুবীর রায়।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
জানা গিয়েছে, ওই কোয়ার্টারে ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন পুরুলিয়ার এএসআই সঞ্জয় আকুলির স্ত্রী সাথী আকুলি। সাথী আকুলি বলেন, “সকাল সাড়ে ১১ টার সময় ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। ১২টার সময় বাড়ি ফিরে দেখি, দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি আলমারিও খোলা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র। নগদ অন্তত ১৫ হাজার টাকা এবং কিছু সোনা, রুপোর অলংকার চুরি গিয়েছে। চরম আতঙ্কে রয়েছি।” স্থানীয়দের অভিযোগ, দিনে দুপুরে পুলিশের বাড়িতে এই চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।